fbpx
বলিউডবিনোদন

অর্ধেক আসন নিয়ে ভারতে খুলল সিনেমা হল

সাত মাস পর ভারতের বেশিরভাগ জায়গায় খুলে দেয়া হলো সিনেমা হল। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সিনেমা হলগুলোতে। তবে এখনই মুক্তি পাচ্ছে না নতুন কোন সিনেমা।

সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ সিনেমা হলগুলোতে অর্ধেক দর্শককে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনলাইনে টিকেট ক্রয়, মাস্ক পরা ও তাপমাত্রা পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। তবে মুম্বাইসহ ভারতের কয়েকটি রাজ্য সিনেমা হল খোলার বিষয়ে এখনো সতর্ক রয়েছে।

গত কয়েকদিন থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে। তবে হল খোলার কারণে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

করোনা সংক্রমণ রোধে গত মার্চ মাসের মাঝামাঝি প্রায় ১০ হাজার সিনেমা হল বন্ধ করে দেয় ভারত।

সংশ্লিষ্ট খবর

Back to top button