fbpx
আন্তর্জাতিকইউরোপএশিয়া

বিশ্বব্যাপী আবারও ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ

আবারো উর্ধ্বমুখী করোনার প্রকোপ। গেলো ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজারের কাছাকাছি মৃত্যু দেখেছে বিশ্ব। তাতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ১২ লাখের বেশি। গেলো ২৪ ঘণ্টায় প্রায় ৬ লাখ মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থতার সংখ্যা বেড়ে সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে।

গেলো কয়েকদিনের মতোই দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ১ হাজারের ওপর মানুষের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু।

এদিকে ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৫৫৭ জনের। নতুন আক্রান্ত পাওয়া গেছে ৪৬ হাজারের বেশি। দৈনিক প্রাণহানিতে এরপরের অবস্থানে মেক্সিকো। ৫৫১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

শনিবার যুক্তরাজ্য, ইতালি ও ইরানে ৪ শতাধিক মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। করোনায় বিশ্বজুড়ে মোট সংক্রমণ ছাড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button