বিশ্ববাংলা
ইতালি ফিরতে পারছেন না ফ্যামিলি ভিসাধারীরা

ইতালী থেকে দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীদের অনেকে ফিরত পারলেও এখনও ফিরতে পারছেন না ফ্যামিলী ভিসাধারীরা।
জানা যায়, ইতালী ফিরতে না পেরে বাংলাদেশে আটকে আছেন প্রায় ৬০০ বাংলাদেশি। করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘদিন বাংলাদেশ ও ইতালীর মধ্যকার বিমান চলাচল বন্ধ থাকার পর বৈধ কাগজপত্রধারী শ্রমিকরা ফিরে যেতে পারলেও, ফ্যামিলী ভিসাধারীদের এখনও ফেরার অনুমতি মেলেনি।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার জানান, ফ্যামিলি ভিসাধারীদের বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে ইতালীর বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইতালি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। শীগগীরই আটকে পড়া ফ্যামিলী ভিসাধারী প্রবাসীদের ইতালী ফেরার বিষয়ে কোনো সুখবর পাওয়া যাবে বলে জানান তিনি।