বিশ্ববাংলা
পশ্চিমবঙ্গে আটকে থাকা ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

পশ্চিমবঙ্গের আশ্রয়কেন্দ্রে আটকে থাকা ৩০ জন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফিরে উচ্ছসিত প্রবাসীরা, তাদের ফিরিয়ে আনায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, বেশ কয়েক বছর ধরে আটকে থাকা এসব বাংলাদেশি গত ১৩ নভেম্বর দেশে ফিরে তাদের স্বজনদের সাথে মিলিত হয়েছেন।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে, কোলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, বেনাপোল কাস্টমস পুলিশ, যশোর জেলা প্রশাসন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তাদের সহায়তায় তারা বাংলাদেশে ফিরে এসেছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরুপ বেশকিছু আটকে থাকা বাংলাদেশীকে ফিরিয়ে দিয়েছে ভারত।