সিরাজগঞ্জে ঘিরে রাখা বাড়ি থেকে ৪ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চার সশস্ত্র জঙ্গি আত্মসমর্পণ করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়িটি থেকে জঙ্গিরা বের হয়ে র্যাবের কাছে আত্মসমর্পণ করে।
বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ঢাকা যাওয়া বোমা নিস্ক্রিয়কারী দল। অভিযান শুরু করার আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েক জঙ্গিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত রাত ১১টায় শাহজাদপুরে অভিযান চালানো হয়।
রাতে র্যাব সদস্যরা অভিযানে গেলে বাড়িটির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এরপরই, ওই বাড়ি ও আশেপাশের এলাকা ঘিরে রাখে র্যাব। এ সময়, নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।