ইতালীতে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

ইতালীতে নতুন রাষ্ট্রদূত হিসেবে মোঃ শামীম আহসানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতালীর বর্তমান রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
জানা যায়, তিনি এর আগে নাইজেরিয়ায় হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন। নাইজেরিয়াতে যোগ দেয়ার আগে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত, তিনি নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।
তার আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত, তিনি ছিলেন ওয়াশিংটন দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চীফ অফ মিশন। তারও আগে, তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত, রোম দূতাবাসের কাউন্সিলর হিসেবে, দায়িত্ব পালন করেন।
প্রবাসীরা দীর্ঘদিন ধরেই রোম দূতাবাসের বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিলেন। নতুন রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসানের যোগদানের খবরে, প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, নতুন রাষ্ট্রদূতের নেতৃত্বে, দূতাবাস দুর্ণীতিমুক্ত হবে।