বিশ্ববাংলা
সিঙ্গাপুরে প্রবাসী কর্মীদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগ

সিঙ্গাপুরে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম দেশটির জনশক্তি মন্ত্রী তান সি লেং এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
জানা যায়, সাক্ষাতকালে হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের দুর্ভোগ ও তাদের সম্ভাবনা উল্লেখ করে মন্ত্রীকে প্রবাসীদের সমস্যা সমাধানের আহবান জানান। এসময় মন্ত্রী জানান, সিঙ্গাপুর বিদেশী কর্মী নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে। সেইসাথে সিঙ্গাপুরে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে তারা।
এসময় রাষ্ট্রদূত সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজার বিস্তারের আশ্বাস দেয়ায় সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান। এবং সেইসাথে করোনাকালে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশী শ্রমিকদের দেশে ফেরত না পাঠানোয় সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।