fbpx
বিশ্ববাংলা

বিদেশি ব্যবসায়ীদের লাইসেন্স বাজেয়াপ্ত করার ঘোষণা মালয়েশিয়ার

মালয়েশিয়ায় বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সতর্কতা জারি করেছে, দেশটির প্রশাসন বিভাগ। শনিবার কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রী তান শ্রী আনোয়ার মুসা এসব কথা জানান।

তিনি বলেন, ফ্রি বিজনেস রিজিওন এর অধীনে ব্যবসায়িক লাইসেন্সের অপব্যবহারকারী বিদেশি ব্যবসায়ীদের নাম ও লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে। এছাড়া মালয়েশীয় নাগরিকদের মাসিক চুক্তিভিত্তিক লাইসেন্স নিয়ে যেসব বিদেশি নাগরিক ব্যবসা পরিচালনা করছেন, তাদের আইনের আওতায় আনতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে।

মালয়েশিয়ার বিভিন্ন শহর ও গ্রাম এলাকায় বিদেশিরা শ্রমিক ভিসা নিয়ে ব্যবসা পরিচালনা করছেন, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, দেশটির নাগরিকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button