বিশ্ববাংলা
লেবাননে সংকটের মুখে প্রবাসী বাংলাদেশিরা

লেবাননে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, দুঃসহ জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। মানবেতর জীবনযাপন করা এসব প্রবাসীরা অর্থসংকটের কারণে, দেশেও ফিরে আসতে পারছেন না।
জানা যায়, দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট ইত্যাদির চাপে, প্রবাসীদের কর্মক্ষেত্র ব্যাপকভাবে সংকুচিত হয়ে এসেছে। লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি এই সংকটের কবলে পড়ে কাজ হারিয়ে, বেকার জীবনযাপন করছেন।
প্রবাসীরা জানান, প্রায় ৮ মাস ধরে দেশটিতে ক্রমাগত টাকার মূল্য কমে যাচ্ছে। তার ওপর করোনা ভাইরাসের সংক্রমণ এবং বৈরুত বিস্ফোরণের কবলে পড়ে, লেবাননে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশে ফেরার জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা।