
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবির নাম হলো ‘অন্তিম’। এতে নায়ককে নয়া লুকে দেখা যাবে। এ ছবির শুটিং শুরু করেই সেই লুক প্রকাশ্যে আনলেন ভাইজান। এটি সামনে আসতেই হু হু করে ভাইরাল হয় ছবিটি।
এ ছবিতে সালমান খানকে একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে ছবিতে। টুইট করে এমনই জানান আয়ূষ শর্মা। রাধে ছবিতে সালমানের বিপরীতে দিশা পাটানিকে দেখা যাবে।