স্পেনে ৯ দাবিতে বাংলাদেশি মানবাধিকার কর্মীদের বিক্ষোভ

স্পেনে আন্তর্জাতিক অভিবাসী দিবসকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মীরা অন্যান্য সংগঠনের সাথে যৌথভাবে বিক্ষোভ করেছেন। মানবাধিকার কর্মীরা জানান, বৈধ কাগজপত্র, দোভাষী নিয়োগ সহ তাদের মোট ৯টি দাবি রয়েছে। সরকার তাদের দাবীগুলো না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
জীবিকার তাগিদে স্পেনে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। তারা দেশটির রাজধানী মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা সহ বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
সম্প্রতি স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করেন। প্রবাসী এই নারী মানবাধিকার কর্মী জানালেন তাদের আন্দোলনের পেছনের গল্প।
এ সমাবেশে স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড সলিদারিদাদ এর আকখিদা নিলেসের উপস্থাপনায় বক্তব্য দেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস, পেরেজ পেপা,সেন্দাদে কুইদাদের কার্লুস মাইতে,তাবাকারোলা কার্লুস, শাওন আহমেদ, মো. জুলহাস, আলামীন পলোয়ান সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এসময় স্পেনের প্রবাসী বাংলাদেশীদের মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী জানান, তাদের ৯ টি দাবী রয়েছে সরকারের কাছে।
শীগগীরই সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এই আন্দোলন, অভিবাসীদের দাবি বিবেচনায় নেবে সরকার, এমনটাই প্রত্যাশা আন্দোলনরত এসব প্রবাসীদের।
কবির মাহমুদ, মাদ্রিদ প্রতিনিধি