
বলিউডের সুপারস্টার সালমান খানের ৫৫ তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। ৫৫ বছরে পা দেয়া এই চিরকুমার অভিনেতা ক্যারিয়ারের শুরু থেকেই ভারতীয় চলচিত্রে দাপট দেখিয়ে আসছেন।
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। ছবিটিতে সালমান খান ছিলেন একটি পার্শ্বচরিত্রে। ম্যায়নে প্যায়ার কিয়া সিনেমায় পূর্ণ নায়ক হয়ে পর্দায় আসেন মি. খান। রাতারাতি পেয়ে যান তারকা খ্যাতি।এরপর প্রতিবছরেই গড়তে নতুন নতুন রেকর্ড।
চলচ্চিত্রের ক্যারিয়ারের মতো তাঁর প্রেমিকাদের তালিকাও বেশ দীর্ঘ। আবার হরিণ শিকার কর জেল খাটতেও হয়েছে তাকে। অন্যদিকে, অসহায়ে সাহায্যের হাত বাড়িয়েও মানবতার উদাহরণ হওয়া এক অভিনেতার নাম সালমান খান।
বলিউডের জনপ্রিয় তিন খানের একজন সালমান খান। নানা নামে তার পরিচিতি। কখনো ভাইজান- কখনো বা সল্লু কিংবা চিরসবুজ প্রেমিক।