fbpx
রাজনীতিআওয়ামী লীগ

বিএনপির নেতিবাচক রাজনীতি উন্নয়নে বাধা: কাদের

বিএনপির নেতিবাচক ও অপরাজনীতিতে দেশের চলমান উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি, গণতন্ত্রের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে, জন্মলগ্ন থেকেই বিএনপি গণতন্ত্রের মুখোশের আড়ালে গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন করে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

সকালে নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, বিএনপির আন্দোলন-সমাবেশ মানেই  সহিংসতা আর সন্ত্রাসের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। কথায় কথায় গণতন্ত্র রক্ষার কথা বলা এই দলটিই, গণতন্ত্রের জন্য বড় হুমকি বলেও মত দেন তিনি।

এর আগে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নবনির্বাচিত সদস্যরা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button