fbpx
বিনোদনবলিউড

বলিউডে পা রাখলেন ‘মানিকে মাগে হিথে’-খ্যাত ইয়োহানি

সিংহলি ভাষার গায়িকা ইয়োহানি ডি’সিলভা ‘মানিকে মাগে হিথে’ গেয়েই মন জয় করেছিলেন এশিয়া অঞ্চলের। এবার জয় করতে চলেছেন বলিউড। তবে বলিউডে অভিনয় দিয়ে নয় তিনি হিন্দি গান গেয়ে বলিউডে পা রাখলেন।

জানা গেল, নতুন বলিউড ছবি ‘শিদ্দাত’র টাইটেল ট্র্যাকে পাওয়া যাবে তার গলা। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও সহকারে সেই গানের অংশ বিশেষ শেয়ার করেছেন ইয়োহানি নিজেই।

সম্প্রতি এক সাক্ষাতকারে শ্রীলংকান এই ভাইরাল কন্যা ইয়োহানি বলেছিলেন, ‘বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান করার।’

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম ও ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করতে চলেছেন এই সেনসেশন।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button