
মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এসময় তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্তারা।
শাহরুখ পুত্র আরো জানিয়েছেন, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় ব্যায়বহুল মাদক পার্টিতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয়নি তাকে। ওই মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লক্ষ টাকা।
এদিকে প্রমোদতরী কর্ডেলিয়া থেকে আটক কৃতদের মধ্যে দু’জন নারীও রয়েছেন। তারা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এনসিবি সূত্রে খবর, পার্টিতে যারা শুধু মাদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাদেরই তোলা হবে। ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয়, জামিনও পেতে পারেন তারা। কিন্তু সেই প্রমোদতরীর ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার হয়েছে।
বাংলাটিভি/ সাকিব