fbpx
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাবাহিনীর হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী, চলছে থেমে থেমে সংঘর্ষ। সেখানে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এদিকে রাশিয়ার হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে প্রথম দেশ হিসেবে ইউক্রেনে গোলাবারুদের একটি কনভয় পাঠিয়েছে পোল্যান্ড।

ইউক্রেনের সেনাবাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজধানী কিয়েভে একটি সেনা ঘাটিতে রুশ বাহিনী হামলা চালালে ও ইউক্রেন তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স আরো জানায়, শহরে বিভিন্ন জায়গা থেকে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।  এদিকে রাশিয়ার হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউজ ব্লাজ্যাক জানিয়েছেন, আমরা ইউক্রেনের পাশে দাড়িঁয়েছি এবং প্রথম দেশ হিসেবে ইউক্রেনে গোলাবারুদের একটি কনভয় পাঠিয়েছে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস, ইউক্রেনে হামলারত রাশিয়ান সৈন্যদের ব্যারাকে ফেরা আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button