আগামী ২৪ ঘন্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি।
ফোনালাপে বরিস জনসন ইউক্রেনে রুশ আগ্রাসনের পর জেলেনস্কি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তার প্রশংসা করেন। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। বরিস জনসন ফোনালাপে জেলেনস্কিকে বলেছেন—যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে যেন ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছে, তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য যথাসাধ্য করবে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পরিস্থিতি গড়ালো পঞ্চম দিনে। এখনপর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভে চলছে তীব্র লড়াই। শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ । ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন।
বাংলা টিভি/ তানজিল