fbpx
বাংলাদেশনির্বাচন

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ ঘোষনা

নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে,গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ ঘোষনা করেছে, নির্বাচন কমিশন। দুপুরে,প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংবাদ সম্মেলনে একথা জানান।সিইসি বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, বন্ধ ঘোষণা করা হলো।

এর আগে,সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতেই অনিয়ম, কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল এবং গোপন কক্ষে,বিভিন্ন লোকজনের উপস্থিতির অভিযোগ আসতে থাকে ইসিতে। এসব অভিযোগের প্রথম পদক্ষেপ হিসেবে, ৪৩টি কেন্দ্রের ভোট স্থগিত কোরে দেয় ইসি।

সবশেষ দুপুরে গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা ৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ পুরোপুরি বন্ধের কথা জানান, প্রধান নির্বাচন কমিশনার।এর আগে নানা অনিয়মের অভিযোগ তুলে, আওয়ামীলীগ ছাড়া সব প্রার্থী ভোট বর্জনের ঘোষনা দেয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button