fbpx
রাজনীতিআওয়ামী লীগ

বাংলাদেশ নয় বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ নয় বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্তেও দেশ অনিশ্চয়তার দিকে যাবে না বরং বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। প্রতিহিংসার রাজনীতির মূল হোতা বিএনপি আর জিয়াউর রহমান তার সূচনা করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সম্মেলনে মোঃ হারুন-উর-রশিদকে সভাপতি ও তামজীদ বিন রহমান তূর্যকে সাধারণ সম্পাদক করা হয়।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য শিরীন আহমেদসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button