২০০২ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বড় হরিপুর বেলতলী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আকতার হোসেনের কোল্ড ড্রিংকসের দোকানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এসময় রমজানের ফযিলত ও তাৎপর্য বিষয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় হরিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাবেদ হোসেন।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আজীবন সদস্য ও রক্তঋণ প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী মো. আনোয়ার হোসেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য সহকারী মো. সোহেল রানা, আগানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল হুসাইন, মো. ফরহাদ উদ্দিন ফয়সাল (ভূঁইয়া), প্রবাসী জাকির হোসাইন পাটোয়ারী, প্রবাসী মো.আকতার হোসেন, প্রবাসী নারায়ণ চন্দ্র নম, বিশিষ্ট সাংবাদিক অজিত সরকার সহ আরো অনেকে।
দোয়া ও ইফতার মাহফিল শেষে শিক্ষার্থীরা তাদের শৈশবের স্কুল জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। এসময় তারা এই সংগঠনকে আরো গতিশীল করার আশ্বাস দেন এবং পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট সবার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করেন।