fbpx
রাজনীতিআওয়ামী লীগ

বিএনপি কুটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী

বিএনপি কুটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই ধরণের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রহীতার শামিল। বিএনপির কারণেই কুটনীতিকরা দেশের অভ্যন্তরীন বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে।

আজ শুক্রবার (৩১শে মার্চ) সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপারের বাসভবনে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে এ কথা বলেন

তথ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের প্রয়োজনে ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেয়া হবে।

তিনি বলেন, ভারতে বিবিসির কার্যালয়ে তল্লাশী করলেও বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলার সাহস পাননা। অথচ বাংলাদেশকে দুর্বল মনে করে পান থেকে চুন খসলেই হৈচৈ বাধিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশকে এখন দুর্বল ভাবার সুযোগ নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button