fbpx
প্রধানমন্ত্রী

প্রথম আলো দেশের মানুষ, গণতন্ত্র ও আওয়ামী লীগের শত্রু: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ,জনগণ ও দেশের শত্রু দৈনিক প্রথম আলো। মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তারা এ দেশকে কখনো স্থিতিশীল থাকতে দিতে চায় না। সকালে জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে তিনি এ সব কথা বলেন। এছাড়া, অগণতান্ত্রিক শক্তিকে আবারো ক্ষমতায় বসাতে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে, সকালে প্রধানমন্ত্রী কর্তৃক আনীত কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায়, ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায়, সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দেশকে বিশ্ব দরবারের ছোট করে সংবাদ প্রচার দেশ বিরোধী কাজের সামিল।

শেখ হাসিনা বলেন,কয়েকজন ব্যাক্তি ও প্রতিষ্ঠান সব সময় দেশকে পেছনের দিকে টানতে চায়। তারা কখনো এ দেশে স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। কেউ কেউ দেশের অর্থে বিদেশে বসেও ষড়যন্ত্র করছেন।

এছাড়া, যারা অন্যের দেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কথা বলে, তাদের নিজের দেশের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি/  বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button