fbpx
অন্যান্য

মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিলে ধর্মে-বর্ণে হানাহানি কমে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

শান্তি রক্ষায় বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয়। মানুষের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিলে ধর্মে-বর্ণে হানাহানি কমে যাবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

আষাঢ়ী পূর্ণীমা উপলক্ষে বুধবার (২ আগস্ট) সবুজবাগে বাংলাদেশ ও ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ১০ লাখেরও বেশি মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। সংখ্যা খুব বেশি না হলেও, তাদের সংস্কৃতি বাংলাদেশে অনেক বড় ভূমিকা রাখে।

মন্ত্রী বলেন, বুদ্ধি সার্কিট ডেভেলপমেন্ট, বাংলাদেশ এবং ভারতের বুদ্ধদের মাঝে সৌহার্দ্য বাড়াবে,যা দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button