অন্যান্য
হজের প্রথম ফিরতি ফ্লাইট : দেশে ফিরলেন ৪১৭ জন হাজি
হজের আনুষ্ঠানিকতা শেষে, সৌদি আরব থেকে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ জন হাজি। শুক্রবার ভোর ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি ছিলো ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি মানুষ সৌদি আরব হজ পালনে গিয়েছিলেন। ফিরতি হজ ফ্লাইটগুলো ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হজযাত্রা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বাংলা টিভি / বুলবুল