fbpx
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নপ্রধানমন্ত্রীশোক সংবাদসরকার

বাঙালির ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে প্রতিশোধ নিয়েছেন প্রধানমন্ত্রী: ড. সেলিম মাহমুদ

‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল নতুন রাষ্ট্র বাংলাদেশকে ভণ্ডুল করে দেয়া। তার আদর্শ থেকে বিচ্যুত করা আর জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেয়া। তাই জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সপরিবারে জাতির পিতা হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের যুগান্তকারী উন্নয়ন, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন এবং বাংলাদেশকে বিশ্বে নেতৃত্বের পর্যায়ে প্রতিষ্ঠার মধ্য দিয়ে’ বলেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ।

জাতীয় শোক দিবস উপলক্ষে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এবং ৪নং ইউনিয়নের শফিবাদ সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলায় দুইটি আলোচনা সভায় যোগ দিয়ে ড. সেলিম মাহমুদ এসব কথা বলেন।

ড. সেলিম মাহমুদ আরোও বলেন, খুনিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাসহ যেকোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। তিনি বিশ্বাস করেন, বাঙালির অর্থনৈতিক মুক্তি ও বাংলাদেশের উন্নয়নই জাতির পিতা হত্যার সবচেয়ে বড় প্রতিশোধ। কারণ বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার কারণেই জাতির পিতাকে হত্যা করা হয়েছিল।

শোকাবহ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button