fbpx
আন্তর্জাতিক

ইরাকের বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১১৪, আহত ১৫০

ইরাকের একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ১১৪ জন নিহত এবং আরও অন্তত দেড়শ মানুষ আহত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর)এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মঙ্গলবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় নিনেভাহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ঘটনাটি ঘটেছে। এ অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে বর এবং কনেও রয়েছে বলে জানা যায়।

বিয়ের অনুষ্ঠানে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া এল সুদানী।

বুধবার ভোরবেলায়ও বিয়ের অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতশবাজি ফাটানোর পর আগুন ছড়িয়ে পড়ে বলে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button