fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবিএনপিরাজনীতি

বিদেশে যেতে খালেদা জিয়াকে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক শতরূপা বড়ুয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে তাকে বিদেশে পাঠানোর বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে বা কোনও দেশ সেটা দেবে?’

তাদের আবার আদালতে আবেদন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেটুকু করতে পেরেছি তার জন্য, আমার যেটুকু সরকার প্রধান হিসেবে ক্ষমতা আছে, সেখানে— তার সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। সে নিজেই চিকিৎসা নিচ্ছেন এখন, বাংলাদেশের সবচেয়ে দামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

বিদেশে চিকিৎসা নিতে যেতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আর যদি তাকে যেতে হয় (দেশের) বাইরে, তাহলে এখন যে আমি তাকে বাসায় থাকার অনুমতিটা দিয়েছি, এটা আমাকে তুলে নিতে হবে। তাকে (খালেদা জিয়া) আবার জেলে যেতে হবে এবং আদালতে যেতে হবে। আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত যদি রায় দেয়, তখন সে যেতে পারবে। এটা হলো বাস্তবতা।’

সংশ্লিষ্ট খবর

Back to top button