আন্তর্জাতিক
ক্ষতবিক্ষত গাজায় এখনও পৌঁছেনি সহায়তা, চরম মানবিক বিপর্যয়
ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ চলছেই। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিন শতাধিক ফিলিস্তিনি।
গাজায় গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জন। আর আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ। গাজার কমপক্ষে ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাঁদের মধ্যে কমপক্ষে ৫ লাখ ২৭ হাজার ৫০০ মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয় শিবিরে উঠেছেন।
গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে রয়েছেন। হামলায় ক্ষতবিক্ষত জনপদে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। গত দুই সপ্তাহ ধরে সেখানে কোন সহায়তা প্রবেশ করতে পারেনি, বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।
বাংলা টিভি / মাসুদ রানা