বাংলাদেশ
নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ২৩২ প্লাটুন বিজিবি
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতা ঠেকাতে ঢাকা ও আশেপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
তিনি জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
বুধবার সকাল থেকে শুরু হওয়া বিএনপির ষষ্ঠ দফার অবরোধ শেষ হবে শুক্রবার ভোরে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাবে, ২৮ অক্টোবরের পর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।