fbpx
রাজনীতিআওয়ামী লীগ

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী

জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে ভোটে আসার আহ্বান

নাশকতার পথ পরিহার করে নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে, বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। নির্বাচন বানচাল করতে আবারও আগুন সন্ত্রাস করলে, পরিণতি ভালো হবেনা বলেও, কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন প্রধানমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভায় দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে, সেটাই আওয়ামী লীগের চাওয়া। অসাংবিধানিক দাবি থেকে সরে এসে বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সূচনা লগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। তাই জনগণ ও জানমালের ক্ষতি করলে, কোনো রকম ছাড় দেয়া হবে না বলে আবারো সতর্ক করেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিকভাবে অপচেষ্টা করে ব্যর্থ হয়ে, একটি অপশক্তি এখন অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে জানিয়ে এতে বিচলিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button