fbpx
রাজনীতি

ভুল নীতির কারণেই বিএনপিতে বিভক্তি: ওবায়দুল কাদের

বিএনপির ভুল নীতির কারণেই দলটির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কাদের বলেন, মানুষ এখন নির্বাচনমুখী, তাই অপরাজনীতি করে কোন লাভ নেই। তিনি বলেন, বিএনপির নেতৃত্বের প্রতি দলটির নেতারা হতাশ এবং আস্থা হারিয়ে ফেলেছেন।  এজন্যই বিএনপি আজকে নিজেরাই বিভক্ত। আর তাদের আন্দোলন ভুলের চোরাবালিততে আটকে গেছে।

যারা নির্বাচনের বিরুদ্ধে অপরাজনীতি ও আগুনসন্ত্রাস করছে, দেশের মানুষ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। বলেন, জনগণ এখন নির্বাচনমুখী।

নির্বাচন নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি আওয়ামী লীগের আস্থা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button