প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে তার নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। সংবিধান অনুযায়ী, নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে তাদের শপথ অনুষ্ঠান করতে হয়।
এদিকে আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।
কাল সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নবনির্বাচিতদের বরণ করে নিতে, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে, জাতীয় সংসদ সচিবালয়। তাদের শপথের আগে, নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন।