fbpx
বাংলাদেশজাতীয় পার্টিরাজধানীরাজনীতি

অব্যাহতি দেয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই: চুন্নু

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি থেকে কাউকে অব্যাহতি দেয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই বলে জানিয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাপা চেয়ারম্যান ঘোষণা দেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রওশন এরশাদের এমন ঘোষণার পর জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মুজিবুল হক তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

চুন্নু বলেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র রয়েছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জিএম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। মুজিবুল হক মহাসচিব। গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জিএম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন। আমরা এটা আমলে নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।

এরআগে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন বলেন, নেতাকর্মীদের অনুরোধে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।

রওশনের গুলশানের বাসায় বৈঠকে আগামী ২৮ শে ফেব্র“য়ারি অথবা পহেলা মার্চ সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে নির্বাচিত চার এমপি উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এন আর/ বাংলা টিভি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button