আন্তর্জাতিকআইন-বিচারবাংলাদেশ
বিজিপি সদস্যদের ফেরত পাঠাতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী সদস্যদের (বিজিপি) ফেরত পাঠাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার বিকেলে চট্টগ্রামের ডিসি পার্কে মিচুয়্যাল কালচারাল ফ্যাস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কোন প্রক্রিয়ায় তাদেরকে ফেরত পাঠানো হবে, এখন সেই ব্যাপারটি চুড়ান্ত করার কাজ চলছে।
এসআর