গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ মাথায় পড়ে ৫ জনের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল শাতি শরণার্থী ক্যাম্পে একটি কার্গো উড়োজাহাজ থেকে প্যারাসুটের সাহায্যে শরণার্থীদের জন্য ত্রাণ নামানোর সময় প্যারাসুট খুলতে ব্যর্থ হয় ত্রাণের পার্সেলগুলো জোরে মাটিতে পড়তে থাকলে এই দুর্ঘটনা ঘটে। আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোন দেশের উড়োজাহাজ ঘটনার সাথে জড়িত ছিল তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে উড়োজাহাজটি জর্ডানের। তবে দেশটির একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে এই ঘটনার সাথে জর্ডানের উড়োজাহাজ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম সাম্প্রতিক দিনগুলোতে উড়োজাহাজের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠাচ্ছে।
উড়োজাহাজ থেকে প্যারাসুটের সাহায্যে ত্রাণ নামানোর বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ। ইইউ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইতিমধ্যেই গাজায় ত্রাণ সরবরাহের জন্য একটি সমুদ্র পথ খোলার পরিকল্পনা করেছে।
বাংলা টিভি/ রাজ



