বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে : ওবায়দুল কাদের

বিএনপি এখন আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সায়েম খানসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই বলেও জানান আওয়ামী লীগের শীর্ষ এই নেতা ।
ওবায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এর ফল আসবে। বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। বিব্রতকর কোনো বক্তব্য যে-ই দেবেন দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়েই কথা বলা সমীচীন।
এছাড়া, সরকারের জন্য বিব্রতকর এমন বক্তব্য থেকে আমাদের সব দায়িত্বশীলদের বিরত থাকা উচিত।
বাংলা টিভি/ রাজ



