fbpx
জাতীয় পার্টিরাজধানীরাজনীতি

সমাজের বৈষম্য সংকট সমাধান দরকার: জিএম কাদের

সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারন করেছে, জরুরী ভিক্তিতেএ সকল সংকটের সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন,  জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের ।

শুক্রবার রাজধানীর শেরাটন হোটেলে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান, আমেরিকান দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার্স হেলেন লাফাভ কানাডিয়ান রাষ্ট্রদূত, রুশ দুতাবাস, তুর্কিয়েসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন। 

জিএম কাদের বলেন, ক্ষুধা, দরিদ্রতা ও অপুষ্টিতে অগনিত মানুষ আজ দিশেহারা। সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারন করেছে। জরুরী ভিক্তিতেএ সকল সংকটের সমাধান প্রয়োজন ।

তিনি বলেন, গাজা ভূখন্ডে একটি মর্মস্পর্শী দুঃখজনক ঘটনা ঘটে চলেছে। দীর্ঘ বিরোধের জের ধরে রক্ত ক্ষয়ী সহিংসতায় অসংখ্য নিরপরাধ মানুষ, নারী, শিশু হতাহতের শিকার হচ্ছে।

এছাড়া, বিরোধ ও সে কারনে সহিংসতা, ফলে মানুষের জীবনে দূর্ভোগ কত কঠিন, কত নির্মম হতে পারে উপরের ঘটনা সমূহ তার প্রকৃষ্ট উদাহরণ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button