fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

‘ইরানে হামলা করলে ইসরাইলের জন্য আরো কঠোর জবাব অপেক্ষা করছে’

ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,  ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে আরো কঠোর জবাব দেয়া হবে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার অতীত আচরণ বন্ধ করতে হবে এবং এই হামলা থেকে তাকে শিক্ষা নিতে হবে। যদি ইসরাইল কোনো ধরনের জবাব দেয়ার চেষ্টা করে তাহলে ইসরাইলের বিরুদ্ধে হামলা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে আরো অনেক বেশি কঠোর।

জেনারেল সালামি বলেন, “এখন থেকে বিশ্বের কোথাও আমাদের স্বার্থ, আমাদের সম্পদ, আমাদের কর্মকর্তা কিংবা নাগরিকদের বিরুদ্ধে ইসরাইল যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ভূখণ্ড থেকে পাল্টা হামলা চালাবো।”

গতরাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরাইলের বিভিন্ন বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এরপর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষ থেকে হামলা অবসানের ঘোষণা এলো।

গত পহেলা এপ্রিল  ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায়। এতে আইআরজিসি’র দুজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত সামরিক উপদেষ্টা শহীদ হন। এ ঘটনার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয়। কনসুলেট ভবনে হামলার ১০ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করল আইআরজিসি।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button