fbpx
অন্যান্য

সদরঘাটে নিহতের ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

ঈদের দিন ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিড়ে পাঁচজন নিহতের ঘটনায়, বিআইডব্লিউটিএ’র সার্ভেয়ারদের দুর্বলতা থাকলে, তাদেরও শাস্তির আওতায় আনা হবে। জানিয়েছেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঈদের পর প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন,অভ্যন্তরীণ নৌপথে যতগুলো ঘটনা ঘটেছে,মন্ত্রণালয় প্রত্যেকটার ব্যবস্থা নিয়েছে এবং শাস্তির আওতায় এনেছে। জানান, সদর ঘাটের বিষয়ে তদন্ত চলছে দোষীরা কোন ভাবেই ছাড় পাবে না।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button