সরকার
ইহুদী এজেন্টদের সঙ্গে মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি। ফলে, ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিলে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলটি। তিনি আরও বলেন, ইসলামী দলগুলো সরকারকে নামাতে, সকাল-বিকেল আন্দোলন করে,তবে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ করতে দেখা যায় না।
বাংলা টিভি / বুলবুল