fbpx
অন্যান্য

বাজারে বেড়েছে মৌসুমী ফলের সমারোহ, দাম আকাশচুম্বী

দেশী বিদেশী ফলে ভরপুর রাজধানীর বাজার এবং অলিগলি। লিচু আম কাঠাল আনারস ছাড়াও বিভিন্নরকম ফল বিক্রি হচ্ছে। তবে মৌসুমি ফলের আধিপত্যে কমেছে বিদেশী ফলের কদর। যথেষ্ট পরিমান আমদানি থাকলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে।প্রচন্ড গরমে কিছু ফল পচন ধরায় লোকসান গুনতে হচ্ছে বলে জানান বাবসায়ীরা।

প্রতিবছরের মতই জৈষ্ঠ মাসে রসালো ফলমূলে ছেয়ে গেছে রাজধানীর বাজারগুলো।ফলমূলের মৌসুম হলেও,পুরোপুরি বাজার এখনো জমে ওঠেনি। অসময়ে বৃষ্টিপাতের ফলে লিচুর উৎপাদন কম হয়েছে, তাই দাম বেশ চড়া। ফলের ভরা মৌসুম হলেও,সবধরনের ফল বাজারে এখনো  আসেনি। প্রচন্ড  গরমের কারনে কিছু ফল পচে যাওয়ায়,লোকসানের মুখে ব্যবসায়ীরা। তারা বলছেন বিদেশী ফলের চেয়ে দেশি ফলেই বেশি আগ্রহ ক্রেতাদের।

চাহিদা থাকলেও দ্রব্মুল্যের উর্দ্ধগতিতে নিত্যপণ্য ক্রয় করতেই হিমসিম খেতে হয় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের। তাই চড়া দামে মৌসুমি ফল কেনা তাদের জন্য কষ্টসাধ্য।  কেমিকেল দিয়ে ফল পাকানো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং মৌসুমি ফল সাধারন ক্রেতাদের  নাগালে আনতে,বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button