fbpx
খেলাধুলাক্রিকেট

কামিন্সের টানা দ্বিতীয় হ্যাটট্রিকের রেকর্ড

বিশ্বকাপ ইতিহাসে প্যাট কামিন্সই একমাত্র বোলার যিনি টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার আগে আরও ছয় হ্যাটট্রিকের রেকর্ড থাকলেও কেউই দুবার এমন অর্জনের দেখা পাননি।

নিজের প্রথম ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কামিন্স। ইনিংসের ১৮ ও নিজের তৃতীয় ওভারে আক্রমণে এসে মাত্র ৪ রান খরচে রশিদ খানের উইকেট তুলে নেন কামিন্স। এরপর ইনিংসের শেষ ওভারে এসে প্রথম দুই বলে করিম জানাত ও গুলবাদিন নাইবকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন কামিন্স। পরের ৪ বলে দেন ৭ রান। এতে ১৪৮ রানেই থামে আফগানদের ইনিংস

আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও আলাদা দুই ওভারে হ্যাটট্রিক করেছিলেন কামিন্স। ২১ জুনের ওই ম্যাচে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদি হাসানকে আউট করার পর ২০তম ওভারের প্রথম বলে তাওহীদ হৃদয়কে শিকার করেছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button