ডেমোক্র্যাট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন কমলা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য এরইমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন হ্যারিস। আগামী নভেম্বরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ডেমোক্রেটিক দলের ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইমি হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
এর আগে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ই-মেইলে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। দলটির প্রতিনিধিরা তাদের পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। অবশ্য ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছেন।