fbpx
বাংলাদেশদেশবাংলা

সফলতা আর স্বপ্ন নিয়ে অন্য ধারার এক মেলা

যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক অন্য ধারার মেলা। ২৪ অক্টোবর বৃহষ্পতিবার চাইল্ড ফান্ড কোরিয়ার আর্থিক সহযোগিতায় এডুকো বাংলাদেশ,নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির আয়োজনে ঢাকা এবং রাজশাহী জেলার মেধাবী তরুণদের সফলতার গল্প আর স্বপ্ন নিয়ে আয়োজন ছিল এ্যচিভমেন্ট ফেযার এই অনুষ্ঠানে সেই সকল তরুণ তরুণীরা ছিল যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কারাতে গোল্ড মেডেলিষ্ট, ছিল বক্সার, ক্রিকেটার, জাতীয় পর্যায়ে পুরষ্কৃত নৃত্য শিল্পী, চিত্র শিল্পী এবং দারিদ্রতাকে পায়ে মাড়িঁয়ে নিজের প্রচেষ্টায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

এডুকো বাংলাদেশের অর্থায়নে ‘স্টারস‘ প্রকল্প দরিদ্র অথচ তুখোড় মেধাবী এমন ৬১ জন তরুণ তরুণীকে গত একবছর দেওয়া হয় মেধাবৃত্তিসহ জীবনভিত্তিক নানা ধরণের প্রশিক্ষন। প্রকল্পের সহযোগীতায় তারা আজ সব প্রতিকূলতা পেরিয়ে তাদের স্বপ্নের পথে দৌড়াচ্ছে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন আক্তার ডলি, নির্বাহী পরিচালক, নারী মৈত্রী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক  (গ্রেড-১), যুব উন্নয়ন অধিদপ্তর।

এছাড়াও এই সফলতার গল্পের আয়োজনকে আরও ফলপ্রসু করতে এবং আগামী চলার পথকে দীর্ঘায়িত করতে মেধাবীদের সাথে ছিলেন এম এ আখের পরিচালক (প্রশাসন) যুব উন্নয়ন অধিদপ্তর, মোঃ আব্দুর রহিম ডিরেক্টর অফ প্রোগ্রামস-এডুকো বাংলাদেশ, উমামা ফাতেমা, সমন্বয়ক-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাহিদুল ইসলাম বার্তা সম্পাদক-বাংলাদেশ টেলিভিশন, কলেজের প্রভাষক, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ। ধন্যবাদান্তে ছিলেন মোঃ হাসিনুল ইসলাম, নির্বাহী পরিচালক-সচেতন সোসাইটি।

ডিরেক্টর অফ প্রোগ্রাম এডুকো তিনি বলেন, এ অর্জন সারা দেশের অর্জন। এই সকল মেধাবীদের জন্য সরকারি পর্যায়ে সুযোগ তৈরীর কথা বলেন এবং  পাশাপাশি এডুকো বাংলাদেশ আরও সুদুরপ্রসারী পরিকল্পনা হাতে নেওয়ার জন্য কাজ করবে।

প্রধান অতিথি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সব সময়ই যুবদের উন্নয়নের জন্য কাজ করছে আর আগামীতেও এই কাজ আরও ব্যাপকভাবে হাতে নেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button