fbpx
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ব্রিকসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

:নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো যদি নতুন মুদ্রানীতি আনতে চায়, তাহলে তাদের ওপর ১শ’ ভাগ শুল্ক আরোপ করা হবে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৩০ নভেম্বর, শনিবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন তিনি।

এক পোস্ট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ব্রিকসের সদস্য দেশগুলোর কাছ থেকে আমরা নিশ্চয়তা চাই যে, তারা নতুন একটি মুদ্রানীতি তৈরি করবে না। অথবা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন করবে না। যা শক্তিশালী মার্কিন ডলারকে প্রভাবিত করে। এই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ‘তাদের ১শ’ শতাংশ শুল্কের মোকাবেলা করতে হবে।’

ডোনাল্ড ট্রাম্প আরো লিখেছেন, ব্রিকস সদস্য দেশ গুলো য়দি তার কথা না শোনে তাহলে, ‘চমৎকার অর্থনীতির দেশ যুক্ত্রাষ্ট্রে তাদের পণ্যে বিক্রিকে বিদায় জানাতে হবে।’

তিনি বলেন, ‘শুষে নেয়ার জন্য তাদেরকে আরেকটি দেশ খুঁজতে হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button