বাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি
তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, আঘাত হানবে বাংলাদেশে !
বিজ্ঞান ও প্রযুক্তি

দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর ৪’ নামের একটি গ্রহাণু। আশঙ্কা রয়েছে, পৃথিবীতে এটি আছড়ে পড়তে পারে ২০৩২ সালের মধ্যে। আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানও। সম্প্রতি এমন তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার শঙ্কা ২ দশমিক ৩ শতাংশ। যদিও সেই আশঙ্কা বেড়ে ৩ দশমিক ১ শতাংশে পৌঁছেছে বলে সংস্থাটির বরাতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) জানায় এনডিটিভি।
নাসার বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে নিরাপদে বেরিয়েও যেতে পারে। তবে যদি এটি আছড়ে পড়ে, তা ঘটতে পারে ২০৩২ সালের ২২ ডিসেম্বর নাগাদ।
গতিপথ ও আকার অনুযায়ী গ্রহাণুটি কোথায় কোথায় আছড়ে পড়তে পারে তা অনুমান করেছেন বিজ্ঞানীরা। নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের বিজ্ঞানী ডেভিড র্যাঙ্কিন জানিয়েছেন, গ্রহাণুটির জন্য একটি ‘রিস্ক করিডর’ তৈরি করা হয়েছে। যেখানে পৃথিবীর বড় একটি অংশ রয়েছে।