আন্তর্জাতিকবাংলাদেশ
সৌদির বাংলাদেশি প্রতিষ্ঠান নিজাম গ্রুপের বাণিজ্যিক চুক্তি সাক্ষর

সৌদি আরবের পেট্রো কেমিক্যাল প্রতিষ্ঠান আল মারি ট্রেডিং ইস্ট-এর সাথে বাণিজ্যিক চুক্তি সাক্ষর করেছে দেশটির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নিজাম গ্রুপ অফ কোম্পানি।
শুক্রবার (৭ মার্চ) সৌদি আরবের দাম্মাম আল খুবার এলাকায় অবস্থিত আল মারি ট্রেডিং ইস্ট-এর অফিসে দ্বিপাক্ষিক এই চুক্তি সাক্ষরিত হয়।
এসময় আল মারি ট্রেডিং ইস্টের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হামাস আল মারি এবং নিজাম গ্রুপ অফ কোম্পানির পক্ষে ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ নিজাম উদ্দিন সিআইপি।
সৌদি আরবে বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটার হিসেবে, দেশটিতে উৎপাদিত এলপিজিসহ সকল ধরনের পেট্রো কেমিক্যাল প্রোডাক্টের ব্যবসা পরিচালনা করছে নিজাম গ্রুপ অফ কোম্পানি।
এসআর



