মঙ্গলবার ট্রাম্প-পুতিন ফোনে কথা, ‘ভাল সুযোগ’ বললেন ডোনাল্ড, যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হবে?

শোনা গিয়েছিল চলতি সপ্তাহেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে কথা বলবেন তাঁরা। আমেরিকা এবং রাশিয়া, দু’তরফেই আনুষ্ঠানিক ভাবে জানানো হল যে, মঙ্গলবার ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন।
রবিবার ফ্লরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময়ে বিমানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনার দিকটি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের কাছে একটি খুব ভাল সুযোগ রয়েছে।”
ট্রাম্প ফোন-বৈঠকের কথা জানানোর কিছু সময় পরে মুখ খোলে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, “মঙ্গলবার এই ধরনের একটি ফোনালাপের পরিকল্পনা করা হয়েছে।’ তবে সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে এখনই মুখ খুলতে চায়নি মস্কো।
সৌদি আরবে সম্প্রতি আমেরিকা এবং ইউক্রেনের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনকে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। তাতে রাজিও হয়েছেন জ়েলেনস্কিরা। কিন্তু রাশিয়ার তরফে এখনও পর্যন্ত আলোচনার টেবিলে বসা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর চাপ বৃদ্ধি করেছে আমেরিকা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও যুদ্ধবিরতির জন্য চাপে রাখছে রাশিয়াকে।
এই আবহেই বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। রবিবার তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানান, মস্কোয় পুতিনের সঙ্গে ‘ইতিবাচক’ বৈঠক হয়েছে তাঁর। ট্রাম্প এবং পুতিনের সম্ভাব্য বৈঠকও ‘ভাল এবং ইতিবাচক’ হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।