আন্তর্জাতিকইউরোপএশিয়া
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন

সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একই দিনে রাশিয়ায়ও উদযাপন করা হচ্ছে। পবিত্র রমজান মাসের সমাপ্তির পর ঈদুল ফিতরের দিনে রাশিয়ান মুসলিমদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ এক প্রতিবেদনে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় ধর্মীয় অধিদপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা পুতিনের একটি অভিনন্দনপত্রে বলা হয়েছে, আমি আপনাদের ঈদুল ফিতরে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
পুতিন রাশিয়ার জনসাধারণ ও আধ্যাত্মিক জীবনে মুসলিম সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ অবদান এবং দাতব্য, শিক্ষামূলক এবং দেশপ্রেমিক প্রকল্প এবং উদ্যোগে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও ঈদ উপলক্ষ্যে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।