বাংলাদেশআওয়ামী লীগহামলা সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

শনিবার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরেই দু’পক্ষের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে, কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছে তারা। শনিবার সকালে কথাকাটাকাটির জেরে আবারও সংঘর্ষ হয়। অনেকে বালতিতে হাতবোমা নিয়ে সংঘাতে জড়ায়। বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে দু’পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button